ক্রমিক নং | নির্ধারিত সেবা | সেবা গ্রহীতা | সেবা প্রদানের সংক্ষিপ্ত পদ্ধতি | সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারী |
১ | ই ইপি আই কার্যক্রম | ১ বৎসরের কম সকল শিশু ১৫-৪৯ বৎসরের সকল মহিলা | ইউএইচ এন্ড এফপিও জেলা সদর থেকে এমটিইপিআই এর মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ করেন এবং কোল্ড রুমে সংরক্ষণ করেন।নির্ধারিত দিনে এমটি ইপিআই উপজেলার বিভিন্ন কেন্দ্রে পোটারের মাধ্যমেভ্যাকসিন সরবরাহ করেন। টিকাদান কেন্দ্রে টিকাদান শেষ হলে টিকাদান কর্মীপোটারের মাধ্যমে অব্যবহৃত ভ্যাকসিন ও টিকাদানের প্রতিবেদন উপজেলা সদরেপ্রেরণ করেন। | উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, এমটিইপিআই, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, ১ম সারির তত্ত্বাবধায়ক, পোটার। |
২ | যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রম | যক্ষা রোগী এবং সন্দেহভাজন যক্ষা রোগী | ইউএইচ এন্ড এফপিও যক্ষা রোগীর চিকিৎসায়প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করেন এবং ব্র্যাক অফিসে সরবরাহ করেন। ব্র্যাক কর্মীএবং স্বাস্থ্য ও পঃ কল্যাণ কর্মীগণ জনগণের সহায়তায় সন্দেহজনক যক্ষা রোগীসনাক্ত করে চিকিৎসকের নিকট পাঠান হয়। রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শঅনুযায়ী ব্র্যাক কর্মী ডটস পদ্ধতির মাধ্যমে রোগীকে ঔষধ খাওয়ান (বিনামূল্যে)এরা রোগীকে সুস্থ্য করে তোলেন। | ইউএইচ এন্ড এফপিও ব্র্যাক কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মী, ১ম সারির তত্ত্বাবধায়ক ল্যাবরেটরী কেটনিশিয়ান |
৩ | এম এন এইচ কার্যক্রম |
| স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগেরঅধীনে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে সরকারের পাশাপাশি ইউনিসেফ এবং ইউএফপিএএর সহযোগিতায় এম এমন এইচ কার্যক্রম চালু আছে। কার্যক্রমের আওতায় কমিউনিটিক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মহিলা, গর্ভবতীমা এবং শিশুদের সেবা প্রদান করা হয়। সেবাদান কেন্দ্রগুলির সংস্কার এবংউন্নয়ন ও এই কার্যক্রমের আওতাভূক্ত। | ইউএইচ এন্ড এফপিও ইউ এফ পি এ সিএইচসিপি, এইচ, এ, এফডব্লু এ, ১ম সারির তত্ত্বাবধায়ক, এম এ এবং এফ ডব্লুভি। |
৪ | সমন্বিত চিকিৎসা সেবা | সকল জনগোষ্ঠী বিশেষ করে মা ও শিশু সেবা | ডায়রিয়া, নিউমোনিয়া সহ সকল সংক্রমণ এবংঅসংক্রমক রোগের সমন্বিত চিকিৎসা কমিউনিটি ক্লিনিক থেকে প্রদান করা হয়।সমন্বিত সেবাদান কেন্দ্র হিসাবে কমিউনিটি ক্লিনিক গুলিতে গড়ে তোলা হচ্ছেঅর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মী যৌথভাবে এই কেন্দ্র থেকে স্বাস্থ্যও পঃ পঃ বিভাগের সকল প্রাথমিক সেবা প্রদান করে থাকেন এবং প্রাথমিকস্বাস্থ্য পরিচর্যায় ৮টি উপাদানের আলোকে সেবা প্রদান করা হয়। বিশেষ করেআর্সেনিকোসিস রোগী সনাক্তকরণ এবং ব্যবপস্থাপনা দেয়া হয়। | ইউএইচ এন্ডএফপিও ইউএফপিও সিএইচসিপি, এইচএ এফডব্লু এ, ১ম সারির তত্ত্বাবধায়ক |
৫ | প্রাথমিক সেবা | স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী | স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারীর পাওনা, ছুটি ইত্যাদি সেবা উপজেলা স্বাস্থ্য অফিস থেকে প্রদান করা হয়। | ইউ এইচ এন্ড এফপিও অফিস ষ্টাফ |
৬ | তথ্য প্রদারকারী ও অভিযোগকারী কর্তৃপক্ষ | ডাঃ সঞ্জিত কুমার সাহা, ইউএইচএ্যান্ডএফপিও,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়,সদর, নড়াইল।ফোন—০৪৮১-৬২৯৭৯ মোবাইল—০১৭১২-৫০৩৬০৯ ইমেইল--uhfpo.narailsadar@gmail.com | ||
৭ | আপীল কর্তৃপক্ষ | সিভিল সার্জন, নড়াইল ফোন -- মোবাইল— ইমেইল-- |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস